আপডেট: ২০২৩-১২-৩১
বছরের শেষ দিনে বাংলাদেশ ক্রিকেট দলের সামনে সুযোগ ছিল নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে হারিয়ে ক্রিকেটের অর্জনে নতুন পালক যুক্ত করা। তবে কাছে গিয়েও নাজমুল হোসেন শান্তর দল পারল না। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। স্বল্প রানের টার্গেটেও বোলারদের কল্যাণে দারুণভাবে চেপে ধরেছিল বাংলাদেশ। কিন্তু লক্ষ্যটা নাগালের মধ্যে থাকায় সেটা ছুতে বেগ পেতে হয়নি কিউইদের।
যে কোনো কন্ডিশনের টি-টোয়েন্টি ম্যাচেই এত অল্প রানের পুঁজি নিয়ে জেতা অসম্ভব। তবে বাংলাদেশ দলের বোলাররা অবশ্য সেই অসম্ভব কিছু করে দেখানোর চেষ্টাই করেছিলেন। শরীফুল-মেহেদীরা ৪৯ রানে নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটায় ফিরিয়ে এনেছিলেন রোমাঞ্চ।
শেষ পর্যন্ত কিউইরা ডিএলএস আইনে ১৭ রানে জিতলেও প্রশংসিত হয়েছে বাংলাদেশ দলের বোলারদের পারফরম্যান্স। ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও পুরস্কার মঞ্চে এসে শরীফুল ইসলাম-মুস্তাফিজুর রহমানদের পারফরম্যান্স নিয়ে বললেন, ‘আজ আমাদের বোলাররা খুব ভালো করেছে। তবে ব্যাটাররা যথেষ্ট রান করেনি।’
ম্যাচের ভাগ্য আসলে নির্ধারণ হয়ে গেছে বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতায়। নাজমুলের হতাশার কারণ এটাই, ‘হ্যাঁ (খুব বেশি উইকেট পড়েছে শুরুতে)। টি-টোয়েন্টিতে শুরুটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ব্যাটাররা আজ শুরু করেছে, কিন্তু ১৫ থেকে ১৭ রানের বেশি করতে পারেনি। কিন্তু কেউই ম্যাচটাকে গভীরে নেয়নি। এই ভুলটা আজ আমরা করেছি।’
নিউজিল্যান্ড শেষ ম্যাচটা জিতলেও তাদের সিরিজ জিততে দেয়নি বাংলাদেশ দল। নেপিয়ারে প্রথম ম্যাচে কিউইদের হারানোর পর মাউন্ট মঙ্গানুইয়ের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আজ একই ভেন্যুতে শেষ ম্যাচটা নিউজিল্যান্ড জেতায় সিরিজ হয়েছে ড্র। এটি নিউজিল্যান্ডের মাটিতে যে কোনো সংস্করণ প্রথম সিরিজ ড্র বাংলাদেশের।
Developed By Muktodhara Technology Limited.