আপডেট: ২০২৪-০৩-০৫
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সমস্যার পর এক্স হ্যান্ডলে এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এক পোষ্টে জানান, 'চিল। কয়েক মিনিট অপেক্ষা করুন সবকিছু সমাধান হয়ে যাবে।'
এর আগে মঙ্গলবার রাত ৯টার পরসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটার আওতাধীন ফেসবুকের সার্ভার ডাউন হতে দেখা গেছে। বিশ্বজুড়েই হঠাৎ করেই ব্যবহারকারীরা লগইন সমস্যায় পড়েছেন। এরপর লগইন করার চেষ্টা করলেও তা সম্ভব হয় না।
প্রযুক্তি ওয়েবসাইট ডাউন ডিটেক্টরও ফেসবুক ব্যবহারে সমস্যার কথা নিশ্চিত করেছে।
এদিকে দেশে ও দেশের বাইরে খোঁজ নিয়ে জানা যায়, হঠাৎ করেই ফেসবুক লগআউট হয়ে গেছে সবার। এ সময় অনেকেই ভেবেছিলেন যে তাদের ফেসবুক আইডিটি হ্যাক হয়ে গেছে। পরে পাসওয়ার্ড পরিবর্তনের চেষ্টা করেও কোনো সফলতা পাওয়া যায়নি।
এরপর গণমাধ্যমে সংবাদ দেখে এবং বিভিন্ন পরিচিতজনকে ফোন দিয়ে তারা নিশ্চিত হন যে এটি আসলে ফেসবুকের কারিগড়ি ত্রুটি। তবে মেটার মালিকানাধীন একমাত্র হোয়াটসঅ্যাপ এখনও কাজ করছে বলে ব্যবহারকারীরা জানিয়েছেন।
Developed By Muktodhara Technology Limited.