আপডেট: ২০২৪-০৮-১১
লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে হাসপাতালে গেলেন জামায়াতের নেতৃবৃন্দরা। এসময় আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য অনুদান প্রদান করেন তারা।
রবিবার (১১আগষ্ট) বিকালে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নেন জেলার নেতারা।
এরআগে চলমান সংকট নিরসন এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক করার লক্ষ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশের জামায়াত ইসলামীর নেতারা।
এছাড়া সদর থানা ও শ্যাম সুন্দর জিউর আখড়া পরিদর্শন করেন জেলা জামায়াত।
বাংলাদেশ জামায়াত ইসলাম ঢাকা উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিমের নেতৃত্বে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা শাখার আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমির এ.আর হাফিজ উল্লাহ, সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন, জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ, এডভোকেট মহসিন কবির মুরাদ, শহর আমির আবুল ফারাহ নিশান সহ জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে জেলা প্রশাসক সুরাইয়া জাহান এবং পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ জামায়াত ইসলামীর সহযোগিতা প্রত্যাশা করেন।
জামায়াত ইসলামের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন জামায়াত নেতা ডক্টর রেজাউল করিম।
এসময় তিনি বলেন আমাদের কেন্দ্রীয় আমিরের সিদ্ধান্ত অনুযায়ী আমরা বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। ইতিমধ্যেই আমাদের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ি পাহারায় নিয়োজিত রয়েছে। এছাড়া জামায়াত ইসলাম কখনো প্রতিশোধে বিশ্বাসী না। বিগত বছরে আমাদের উপর নানা জুলুম নির্যাতন করলেও আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি দেশের শান্তি ফিরে আসবে।
এছাড়া আন্দোলনে যারা নিহত হয়েছে আমরা তাদের রুহের আত্নার মাগফেরাত কামনা করি এবং যারা আহত হয়েছে প্রত্যেকের সুস্থতা কামনা করছি।
Developed By Muktodhara Technology Limited.