f

চাঁদপুরে দীপু মনির বিরুদ্ধে আরও এক মামলা

 প্রতিবেদক

আপডেট: ২০২৪-০৮-২১



চাঁদপুরে দীপু মনির বিরুদ্ধে আরও এক মামলা

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় আরও একটি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় দীপু মনিকে প্রধান আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি করেন নুরুল ইসলাম খান। এই মামলায় ২২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে বিভিন্ন সময়ের সহিংসতায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদেরই মামলায় আসামি করা হচ্ছে। এখন পর্যন্ত মোট ৫টি মামলা থানায় দায়ের করা হয়। এর মধ্যে চাঁদপুর সদর থানায় দুটি, হাজীগঞ্জে দুটি ও হাইমচরে একটি।

সদর থানার মামলার বাদী আবদুর রাজ্জাক হাওলাদার। যেখানে এজাহার নামীয় আাসামি ৫১০ এবং অজ্ঞাত ১২০০ জন। দ্বিতীয় মামলার বাদী নুরুল ইসলাম খান এবং এতে এজাহার নামীয় আসামি ২২৪ এবং অজ্ঞাত ৪০০ জন। এ দুটি মামলার প্রধান আসামি ডা. দীপু মনি এবং দ্বিতীয় আসামি তার ভাই জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।

এদিকে ১৮ আগস্ট হাইমচর থানায় আহসান হাবিব বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটোয়ারীকে প্রধান আসামি করে ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এ ছাড়া হাজীগঞ্জ থানায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫ জন এবং অপর একটি মামলায় ৭৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

চাঁদপুর জেলা পুলিশের ডিএসবির ডিআইও ওয়ান মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি মাসের ১১ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট থানায় মামলাগুলো দায়ের হয়। এতে এজাহার নামীয় ৮৬৬ জন এবং অজ্ঞাত ২ হাজার ২৫ জনের মতো আসামি রয়েছে।

তিনি বলেন, তারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানতে পেরেছি। তবে নিরীহ কেউ যাতে এসব মামলায় হয়রানি না হয় সেজন্য সংশ্লিষ্ট থানার ওসিদের সজাগ থাকতে বলে দেওয়া হয়েছে।


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): Write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 265

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php80)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: