আপডেট: ২০২৪-১০-২৫
লক্ষ্মীপুরে বৃষ্টি উপেক্ষা করে শুরু হয়েছে তিনদিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। বহস্পতিবার (২৪ অক্টোবর) জেলা আউটডার স্টেডিয়াম মাঠে আম বয়ানের মধ্য দিয়ে শুরু করা হয় ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম। জেলার ৫টি উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত তাবলিগ জামায়াতের শত শত মুসল্লির উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে ইসতেমা মাঠ।
ইজতেমা শুরুর মধ্য দিয়ে ইবাদত-বন্দেগি আর আল্লাহর গুণবাচক ধ্বনিতে মুখর হয়ে উঠেছে ময়দান। বয়ান, কারগুজারি, তাশকিল, তালিম, কুরআন তিলাওয়াত, জিকির-আসকার ও ইবাদত বন্দেগিতে মশগুল মুসল্লিরা।
এর আগ গতকাল বুধবার থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইসতেমা স্থল জেলা স্টেডিয়ামে আসতে শুরু করে। দুর থেকে আসা প্রত্যক মুসল্লি তাবু করে অবস্থান করছে। সকাল থেকে মুসল্লিদের উদ্দেশ্যে ইসলামী মূল্যবাধ সহ ধর্মীয় আলােচনা রাখেন তাবলীগ জামায়াতের মুরবি ও শায়েখরা। আগামী শনিবার দােয়া-মােনাজাতর মধ্য দিয়ে শেষ হবে এই ইজতমা।
এদিকে লক্ষ্মীপুর মডেল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোন্নাফ বলেন, তিনদিন ব্যাপী ইসতেমা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকের মোবাইল টিমসহ বিভিন্নস্তরে নিরাপত্তা দেয়া হচ্ছে।
Developed By Muktodhara Technology Limited.