আপডেট: ২০২৪-১১-০১
হাতে গাঁদা ফুলের পাপড়ি নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন শিক্ষার্থীরা। বিদায় সংবর্ধনা শেষে মঞ্চ থেকে অতিথিদের সঙ্গে বাইরে এলেন তাঁদের প্রিয় শিক্ষক। বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাঁকে অশ্রুশিক্ত নয়নে সুসজ্জিত একটি প্রাইভেট কারে তুলে দিলেন শিক্ষার্থীরা। বিদায়বেলার এমন আয়োজনে আবেগ-আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়লেন সকলের প্রিয় বিদায়ী শিক্ষক মাকছুদুল হাছান।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) লক্ষ্মীপুর সদরের খাগুড়িয়া উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিদায়ের নানা আনুষ্ঠানিকতার শেষে সন্ধ্যায় সুসজ্জিত একটি প্রাইভেট কারে সকলের প্রিয় এই শিক্ষককে বাড়ি পৌঁছিয়ে দেন শিক্ষার্থীরা।
এর আগে বিদায় মঞ্চে দাঁড়িয়ে দেশ গড়ার লক্ষ্যে বিদায়ী এ শিক্ষক উপস্থিত সকালে শপথ বাক্য পাঠ করান।
দীর্ঘ ৩৬ বছর ২ মাস কর্মজীবন শেষে আজ থেকে অবসরে গেলেন বিদ্যালয়ের বিজ্ঞান শাখার সিনিয়র শিক্ষক মাকছুদুল হাছান। প্রিয় শিক্ষককে বিদায় জানাতেই এমন আয়োজন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকে সিনিয়র এই শিক্ষক মো. মাকছুদুল হাছান তার কর্মজীবনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ প্রথম কোনো বিদায়ী শিক্ষককে জমকালো আয়োজনের মাধ্যমে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁর এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে।
সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা জানান, দেশব্যাপী যখন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকসহ বিভিন্ন শিক্ষক লাঞ্ছিত হয়েছেন শিক্ষার্থীদের হাতে। সেখানে আজ আমরা আমাদের প্রাণ-প্রিয় শিক্ষাগুরু মাকছুদুল হাছান স্যারকে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিদায় সংবর্ধনা দিয়েছি। এ ছাড়া ফুলসজ্জা গাড়িতে করে স্যারকে আমরা তাঁর বাড়ীতে দিয়ে আসলাম। মহান এ শিক্ষাগুরুকে আর কোনদিন আমরা শ্রেণী কক্ষে পাঠদানে উপস্থিত থাকবেন না। তিনি সবসময় সাদাকে সাদা আর কালোকে কালো বলতেন। তার শিক্ষায় আমরা আজ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছি।
বিদায়ী সংবর্ধিত শিক্ষক মো. মাকছুদুল হাছান বলেন, আজ আমি নিজেকে সার্থক মনে করি। একজন আদর্শ শিক্ষক হিসেবে আমার সকল ছাত্র-ছাত্রী দেশের এ ক্লান্তি মুহূর্তে আমাকে বিদায় সংবর্ধনা দিয়েছে। এ বিদ্যালয় থেকে এর-আগে আর কোনো শিক্ষক সংবর্ধিত হয়নি। তাদের প্রতি আমার ভালোবাসা কখনও শোধ করা সম্ভব নয়। আমি সবসময় ছেয়েছি তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে। আজ তারা আমাকে আদর্শ মানুষ হিসেবে পরিচয় দিয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজিত সংশ্লিষ্ট সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ।
নোয়াখালীর সাউথ সিটি আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী মো. মনোয়ার হোসাইনের সভাপতিত্বে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তালেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. নরুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুদ্দিন আহমেদ, শিক্ষক শ্যামল চন্দ্র মজুমদারসহ প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা।
Developed By Muktodhara Technology Limited.