Severity: Warning
Message: fopen(/var/cpanel/php/sessions/ea-php80/ci_session17df269aaf75f00fb76263cd4a105628762846cc): Failed to open stream: Disk quota exceeded
Filename: drivers/Session_files_driver.php
Line Number: 174
Backtrace:
File: /home8/kanthoco/public_html/index.php
Line: 316
Function: require_once
Severity: Warning
Message: session_start(): Failed to read session data: user (path: /var/cpanel/php/sessions/ea-php80)
Filename: Session/Session.php
Line Number: 143
Backtrace:
File: /home8/kanthoco/public_html/index.php
Line: 316
Function: require_once
আপডেট: ২০২৪-১১-১০
সরকারকে বেকায়দায় ফেলতেই সম্প্রদায়িকের উপর হামলা বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
তিনি বলেন, কিছুদিন আগেও থানাগুলোকে নিজস্ব শক্তিতে ব্যবহার করা হয়েছে। নিজেদের প্রয়োজনে ব্যবহার করা হয়েছে। বর্তমান প্রশাসন ও পুলিশপ্রশাসনকে কোন রাজনীতিক দল যাতে নিজস্ব বাহিনী কিংবা নিজস্ব শক্তি হিসেবে ব্যবহার করতে না পারে সেই ব্যবস্থাই আমাদেরকে স্থায়ী ভাবে রূপ দিতে হবে।
আজ রোববার (১০ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে জেলা জুয়েলার্স এ্যাসোসিয়েশন বাজুস আয়োজিত একটি মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হিরালাল দেবনাথ নামে এক স্বর্ণ ব্যবাসায়ীর হত্যার বিচারের দাবীতে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এ্যানী বলেন, অতীতে কারা হিন্দু সম্প্রদায়ের বাড়ি, জমি ও দোকান দখল করেছে। তা জনগনের বুঝতে বাকী নেই। স্বৈরাচারের দোসরা সব এখনো পালিয়ে যায় নি, তারা দেশেই আছে। ষড়যন্ত্রের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়কে আঘাত করে পার্শ্ববর্তী দেশ ভারতকে বুঝাতে চায়। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নিরাপদ নয়। কিন্তু হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরাই বক্তব্য রাখছেন অতীতে তারা যেমন অত্যাচারীর হয়েছি। এখন সব জায়গায় সব খানে সেরকম অত্যাচারিত হচ্ছেন না তারা। মিলেমিশে আছেন, থাকতেছেন এবং ভবিষ্যতেও মিলেমিশে থাকবেন। তাই বর্তমানে আমাদের দায়িত্ব আরো বেশি সজাগ থাকা। দেশটা সবার, দেশ ও দেশের জাতিকে রক্ষা করা সবার দায়িত্ব।
দেশ রক্ষা বিএনপির একার দায়িত্ব নয় উল্ল্যাখ করে তিনি আরো বলেন, আমরা মনে করি দেশাকে যিনি একত্রিত করার চেষ্টা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতি দলসহ সবাই মিলে এ ছাত্রজনতার আন্দোলন তৈরি করেছি। এ আন্দোলনের ধারাবাহীকতাকে আমাদের রক্ষা করতে হবে। এর সুফল ও ফসল আমাদেরকেই ঘরে তুলে নিয়ে আসতে হবে। এসময় বিএনপি নেতা এ্যানী নিহত স্বর্ণ ব্যবসায়ীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অনতিবিলম্ব হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান।
আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারী ফারুক হোসেন নুরনবী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার ও সেক্রেটারী মিলন মন্ডলসহ অনেকে।
প্রসঙ্গগত, গত শুক্রবার রাত ৯ টার দিকে সদর উপজেলার কাজীর দিঘির পাড় এলাকায় স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথ নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাবার পথে একটি নির্জন স্থানে দুর্বৃত্তরা তাকে গতিরোধ করে চুরিকাঘাত করে হত্যা করে। হত্যাকাণ্ডের ঘটনায় তার ছেলে প্রিতম দেবনাথ বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। নিহত হিরালাল দেবনাথ কাজীর দিঘির পাড় বাজারের মাতৃ শিল্পালয়ের মালিক।
Developed By Muktodhara Technology Limited.