A PHP Error was encountered

Severity: Warning

Message: fopen(/var/cpanel/php/sessions/ea-php80/ci_session7c03783ca693aed171137fb7d23d85745418e9e0): Failed to open stream: Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 174

Backtrace:

File: /home8/kanthoco/public_html/index.php
Line: 316
Function: require_once

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_start(): Failed to read session data: user (path: /var/cpanel/php/sessions/ea-php80)

Filename: Session/Session.php

Line Number: 143

Backtrace:

File: /home8/kanthoco/public_html/index.php
Line: 316
Function: require_once

দেশে পিআর সিস্টেম নির্বাচন প্রয়োজন
f

মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

দেশে পিআর সিস্টেম নির্বাচন প্রয়োজন

 প্রতিবেদক

আপডেট: ২০২৪-১১-২২



দেশে পিআর সিস্টেম নির্বাচন প্রয়োজন

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মূফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘ওসি সাহেব ট্রান্সপার হয়, ঘুষ সাহেব জায়গায়ই থাকে। এসপি সাহ্বে ট্রান্সপার হন, কিন্তু ঘুষ সাহেব গদিতেই বসা থাকে এবং ডিসি সাহেব চলে যান কিন্তু দূর্নীতি সাহেব অফিস ছেড়ে যান না। শুধু দল, দেশ ও ব্যক্তি পরিবর্তনের মধ্য দিয়ে শান্তি আসতে পারে না। দূর্নীতি দূর হতে পারে না চোরের মাধ্যমে। দূর্নীতি বাজদের মাধ্যমে দূর্নীতি বন্ধ হয় না। ধর্ষকের মধ্যেমে ধর্ষণ বন্ধ করা যায় না।’ 

তিনি বলেন, ৫ আগস্টের আগে সন্ত্রাসী ও চাঁদাবাজী করেছে এক গ্রুপ। ৫ আগস্টের পর সন্ত্রাসী ও চাঁদা আদায় করছে আরেক গ্রুপ। চাঁদার পরিবর্তণ হয়নি, হয়েছে হাতের পরিবর্তন। গুন্ডা, চাঁদাবাজ ও সন্ত্রাসীর মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না। এর জন্য মানুষ আন্দোলন, সংগ্রাম করে জীবন দেয়নি। জীবনের মায়া ত্যাগ করে ছাত্র-জনতা রাস্তায় যাপিয়ে পড়ে নাই। দেশের জনগন চাঁদাবাজী, গুন্ডামী আর মাস্তানি দেখতে চায় না। যারা চাঁদাবাজ তাদের বিতাড়িত করতে হবে। 

আজ বৃহস্পতিবার (২১নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর লিল্লাহ জামে মসজিদ মাঠে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত শানে রেসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে দলের চাঁদাবাজ, সন্ত্রাস রয়েছে। তাদের সাথে হাট যাবে না, সাপোর্ট করা যাবে না। সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই দলকে ভোট দিবো না। তাহলে সন্ত্রাসী, চাঁদাবাজরাও ক্ষমতায় আসতে পারবে না। তবেই জুলুম, দূর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে পারবো। এজন্য বর্তমান সময়ে প্রয়োজন শান্তির প্রতিক হাত পাখা। 

দেশে পিআর সিস্টেম নির্বাচন প্রয়োজন উল্লেখ করে তিনি আরো বলেন, দেশে পিআর সিস্টেম নির্বাচন তথা সংখানুপাতিক হারে নির্বাচন হলে নমীনেশন বাণিজ্য চলবে না। পেশীশক্তি ব্যবহার, কালো টাকার চয়লাভ হবে না।মানুষ ব্যক্তিকে নয় বরং মার্কায় ভোট দিবে। এতে হাতপাখা ৩০ শতাংশ ভোট ফেলে সংসদে ৯০টি আসন পাবে। সেখানে পেশী সরকার হবে না। জাতীয় সরকার নির্বাচিত হবে। এতে প্রত্যকটা মানুষ তার আর্দশ অনুযায়ী কথা বলতে পারবে। তাই পিআর সিস্টেম নির্বানের আয়োজন করতে অন্তবর্তীকালী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

হাফেজ মাওলানা আব্দুর রহীম ভূঁইয়া সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল্লামা নূরুল হুদা ফয়েজী,আল্লামা আশেকে এলাহী সাহেব,আল্লামা উবায়দুর রহমান খাঁন নদভী,আল্লামা খালেদ সাইফুল্লাহ,মুফতী ইয়াহইয়া মাহমুদ,মাওলানা ওবায়দুল্লাহ হামজাহ,মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, মুফতী রেজাউল করীম আবরার,মুফতী শামছুদ্দোহা আশরাফী,মুফতী রিজওয়ান রফিকী,মুফতী ইউসুফ কাসেমী,মুফতী মুহাম্মাদ আছেম,মুফতী আমজাদ হোসাইন আশরাফী,মুফতী মাহমুদ বিন মাদানী প্রমূখ।