আপডেট: ২০২৪-১১-২৩
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আমাদের এখন কাজ বাংলাদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আবারও সংগ্রাম করা। যতদিন পর্যন্ত সেই অবস্থান নিশ্চিত না হবে ততদিন দূর্বল জাতি হিসেবে থাকবে। তাই অন্তবর্তী সরকারকে সর্বাত্তোক সহযোগীতা করতে হবে। এই সরকারকে কোন ভাবেই ফেল করতে দেয়া যাবে না। এই সরকার ফেল করলে জনগণের বিপদ আছে। তাই এ বিপদ থেকে বের হওয়ার জন্য জনগণকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজ শনিবার (২৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) লক্ষ্মীপুর জেলার তৃতীয় জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানী বলেন, অন্তবর্তী সরকার প্রফেসর ড. ইউনুস ও বেগম খালেদা জিয়াকে ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা সম্মান দিতে পারেন নি। মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছেন। শেখ হাসিনা নিজেও একজন রাজনৈতিক দলের সন্তান ছিলেন। নিজের পিতা ও দলকেও সম্মান দিতে পারে নি বলেই জনশত্রুতে পরিণত হয়ে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন।
এখন দেশে দ্বিতীয় বিপ্লব উল্লেখ করে এ্যানী আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে দিয়ে আমরা দেশে নতুন আশা-আকাঙ্খা, নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি। নতুন বাংলাদেশের কারিগর শিক্ষক ও ছাত্ররাই। তাই শিক্ষক ও ছাত্রদের ছোট করে রাখা হবে না।
৩১ দফার এক ব্যক্তির শাসন থাকবে না উল্লেখ করে এ্যানী বলেন, তারেক রহমান শিক্ষকসহ জনগণের স্বার্থের কথা চিনতা করে ৩১ দফা নিয়ে এসেছেন। এতে পাওয়ার ব্যালেন্স থাকবে, শিক্ষকদের প্রতিনিধি থাকবে, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান, স্বাস্থ্য বিভাগ, প্রশাসনের কাজ ও জাতিসত্তার কথাসহ প্রত্যেক বিষয়ে সংস্কারের কথা উল্লেখ রয়েছে। যা রেমভো ন্যাশনে পরিনত করে মুনসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবার অধিকার থাকবে।
নতুন বাংলাদেশ গড়ে তোলা বড় চ্যালেন্স উল্লেখ করে তিনি বলেন, বিগত ১৫ বছর চেষ্টা করে বিএনপি সফল হতে পারেনি। কোটা বিরোধী ছাত্ররা যখন একত্রিত হয়েছে তখন আমরা সফল হয়েছি। এখন তাদেরকে নিয়েই আগামীর বাংলাদেশ গড়া হবে। দেশে সংস্কারের পরই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বলে জানান তিনি।
বিএমজিটিএ জেলা সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাজিব কুবার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিএমজিটিএ কেন্দ্রীয় সভপাপতি মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ফিারোজ আলমসহ অনেকে।
Developed By Muktodhara Technology Limited.