A PHP Error was encountered

Severity: Warning

Message: fopen(/var/cpanel/php/sessions/ea-php80/ci_session7d16d4cbd3f44e9e82508e2f70eb6aa328d3c863): Failed to open stream: Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 174

Backtrace:

File: /home8/kanthoco/public_html/index.php
Line: 316
Function: require_once

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_start(): Failed to read session data: user (path: /var/cpanel/php/sessions/ea-php80)

Filename: Session/Session.php

Line Number: 143

Backtrace:

File: /home8/kanthoco/public_html/index.php
Line: 316
Function: require_once

ডিআরইউ সভাপতি আবু সালেহ, সাধারণ সম্পাদক মাইনুল সোহেল
f

ডিআরইউ সভাপতি আবু সালেহ, সাধারণ সম্পাদক মাইনুল সোহেল

 কণ্ঠ ডেস্ক:

আপডেট: ২০২৪-১১-৩০



ডিআরইউ সভাপতি আবু সালেহ, সাধারণ সম্পাদক মাইনুল সোহেল

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রধান প্রতিবেদন আবু সালেহ আকন। মোট ৮০১ ভোট পেয়ে তিনি সভাপতি নির্বাচিত হন। অন্যদিকে ৫৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইনকিলাবের জ্যেষ্ঠ প্রতিবেদক মাইনুল হাসান সোহেল।

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ’র সাগর-রুনি মিলনায়তনে কার্যনির্বাহী কমিটির (২০২৫) এই নির্বাচন হয়।

২০২৫ সাল মেয়াদের এ নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদের মধ্যে চারটি সম্পাদকীয় পদে চারজন একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৭টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী নির্বাচনী মাঠে আছেন।

এছাড়া সহ সভাপতি হয়েছেন গাজী আনোয়ার ও যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন আবদুল হাই তুহিন।

 

jagonews24

অন্যদিকে দপ্তর সম্পাদক পদে রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মো. শরীফুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক পদে মো. মজিবুর রহমান জয়ী হয়েছেন।

সাতটি কার্যনির্বাহী সদস্য পদের বিজয়ী হয়েছেন যথাক্রমে মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জামান, মো. বোরহান উদ্দীন, আমিনুল হক ভূঁইয়া, মো. ফারুক আলম, সুমন চৌধুরী ও সলিম উল্ল্যা (এস. ইউ সেলিম)।

 

 

jagonews24

অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, অর্থসম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংস্কৃতিক সম্পাদক মো. এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ) ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা।

 

ডিআরইউ নির্বাচনের জন্য গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এম এ আজিজ। অন্য সদস্যরা হলেন, আবু তাহের, এলাহী নেওয়াজ, বাকের হোসেন ও শহিদুল ইসলাম।