আপডেট: ২০২৪-১১-৩০
সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, সংস্কারের বিষয়ে অনেক কথা হয়। বিগত সরকারের রেখে যাওয়া অনিয়ম-দুর্নীতি ২-৪ মাসে স্বাভাবিক করা সম্ভব নয়। আমরা একটা বার্তা দিতে চাচ্ছি যে ভবিষ্যতে কেউ টাকা পাচার করতে পারবে না, টাকা চুরি করতে পারবে না।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ১৫ বছরে অর্থনৈতিক খাতে যা (ক্ষতি) হয়েছে, সেটা অকল্পনীয়। সেখানে সর্বোচ্চ পর্যায়ের লোকজন পর্যন্ত দুর্নীতি করেছে।
শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এক বাণিজ্য সম্মেলনে এসব কথা বলেন তিনি। ‘বেসরকারি খাতে দৃষ্টিভঙ্গি: প্রত্যাশা ও অগ্রাধিকার’ শিরোনামে এ সম্মেলনের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)।
সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, সংস্কারের বিষয়ে অনেক কথা হয়। বিগত সরকারের রেখে যাওয়া অনিয়ম-দুর্নীতি ২-৪ মাসে স্বাভাবিক করা সম্ভব নয়। আমরা একটা বার্তা দিতে চাচ্ছি যে ভবিষ্যতে কেউ টাকা পাচার করতে পারবে না, টাকা চুরি করতে পারবে না।
বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষয় রোধ হতে শুরু করেছে দাবি করে অর্থ উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি কিছুটা স্থিতিশীল হয়ে আসতে শুরু করেছে। বিদেশী সহযোগী সংস্থাগুলো ইতিবাচক সাড়া দিচ্ছে।
ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, ফরেন ইনভেস্টরস চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সভাপতি জাভেদ আখতার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সভাপতি আবদুল হাই সরকার প্রমুখ।
Developed By Muktodhara Technology Limited.