আপডেট: ২০২৪-১২-১২
বাংলাদেশের একাদশে আজ তিনটি পরিবর্তন এসেছে। তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ দলে এসেছেন।
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিং পায় মেহেদী হাসান মিরাজের দল। ওই ম্যাচেও হেরেছে সফরকারীরা। আজ বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের একাদশে আজ তিনটি পরিবর্তন এসেছে। তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ দলে এসেছেন।
প্রথম ওয়ানডে ম্যাচে শেরফান রাদারফোর্ডের নির্দয় ব্যাটিংয়ের শিকার হয়েছে বাংলাদেশ। ৮০ বলে ১১৩ রান করে ওয়েস্ট ইন্ডিজকে জেতান তিনি। ২৯৪ রানের পুঁজি নিয়েও জেতা হয়নি বাংলাদেশ দলের। এরপর দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় ২২৭ রানের সাদামাটা পুঁজি পায় সফরকারীরা দল। এবার হার ৭ উইকেটে। ক্যারিবীয়রা জিতেছে ৭৯ বল হাতে রেখে। আজ একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। মেহেদী হাসান মিরাজরা কি পারবেন সিরিজটা ১-২ করতে?
ওয়েস্ট ইন্ডিজ সফরে এবার তিন ফরম্যাটের সিরিজ খেলছে বাংলাদেশ। অ্যান্টিগায় প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ড্র করে মিরাজের দল। যদিও নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডে সিরিজে অচেনা বাংলাদেশ। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের মাঠে ৩-০তে ওয়ানডে সিরিজ জিতলেও এবার প্রথম দুই ম্যাচ শেষে ২-০তে পিছিয়ে লাল-সবুজ জার্সিধারীরা।
আজ মর্যাদার প্রশ্নে, গৌরব ফেরাতে জিততে মরিয়া হবেন মিরাজ, মাহমুদউল্লাহরা। আবার এই ম্যাচটি জিতলে টি-টোয়েন্টি সিরিজে আত্মবিশ্বাস ফিরে পাবেন বাংলাদেশের খেলোয়াড়রা। আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
Developed By Muktodhara Technology Limited.