আপডেট: ২০২৪-১২-১৫
অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এমরান খানের অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
আজ রবিবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘রায়পুর উপজেলা সাধারণ জনগণ’ ব্যানারে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এতে লক্ষ্মীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুরের সমন্বয়ক আবদুল আসাদ, হাসিব গাজী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রায়পুরের সমন্বয়ক ওসমান গনি ও রশিদসহ স্থানীয় আরো অনেকে।
বক্তব্যে তারা বলেন, ছাত্র জনতার গণ আন্দোলনে রক্তে অর্জিত আজকের বাংলাদেশ। বিপ্লবী সরকারের আমলে আওয়ামী দোসররা কিভাবে বহাল তবিয়তে থাকে। আওয়ামীলীগের আমলে রায়পুরের এই ইউএনও মোঃ এমরান খানের বিভিন্ন দুর্নীতি করে করে গিয়েছে, এখনো করে যাচ্ছে। তিনি এখনো আওয়ামী লীগের পূর্ণবাসনসহ,দুর্নীতি, অনিয়ম জড়িয়ে আছে বলে অভিযোগ রয়েছে।তিনি স্থানীয় হাট-বাজার ও বিভিন্ন দপ্তরের থেকে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা।তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে শীঘ্রই রায়পুর উপজেলা পরিষদ ঘেরাও করে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এই সম্পর্কে অভিযুক্ত ইউএনও মোঃ এমরান খান বলেন, কয়েকজন ইউপি চেয়ারম্যানের তারা পদত্যাগ দাবি করেছে তা না করায় তারা আমার উপরে ক্ষিপ্ত হয়ে মানববন্ধন করছে আর বাকি অভিযোগসব ভিত্তিহীন।
Developed By Muktodhara Technology Limited.