Severity: Warning
Message: fopen(/var/cpanel/php/sessions/ea-php80/ci_session4bb4f0c95243e2b0630ce69a76499410e5e59078): Failed to open stream: Disk quota exceeded
Filename: drivers/Session_files_driver.php
Line Number: 174
Backtrace:
File: /home8/kanthoco/public_html/index.php
Line: 316
Function: require_once
Severity: Warning
Message: session_start(): Failed to read session data: user (path: /var/cpanel/php/sessions/ea-php80)
Filename: Session/Session.php
Line Number: 143
Backtrace:
File: /home8/kanthoco/public_html/index.php
Line: 316
Function: require_once
আপডেট: ২০২৪-১২-২০
এ এফ হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মিশরে ডি এইট সম্মেলনে যোগদান শেষে বিকেলে ঢাকায় ফেরার পরপরই হাসান আরিফের মৃত্যুর খবর পেয়ে বিমানবন্দর থেকে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা। সমবেদনা জানান পরিবারের সদস্যদের। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধার উপদেষ্টার প্রেস সচিব।
তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হাসান আরিফ কিছুদিন ধরেই শারীরিকভাবে দুর্বল ছিলেন, ছিল জ্বরও। দুপুরে চেয়ার থেকে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর শুনে হাসপাতালে ছুটে যান সরকারের উপদেষ্টা, রাজনৈতিক নেতা, আইনজীবীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রথম নামাজে জানাজা শুক্রবার বাদ এশা ধানমন্ডি সাত নাম্বার বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা আগামীকাল বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। পরে দাফন করা হবে বুদ্ধিজীবী কবরস্থানে।
হাসান আরিফের শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া শোক জানিয়ে জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন এই মৃত্যুতে একটি শূন্যতা সৃষ্টি হয়েছে।
অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
এক শোকবার্তায় ধর্ম উপদেষ্টা প্রয়াত এ এফ হাসান আরিফের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন । তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
Developed By Muktodhara Technology Limited.