আপডেট: ২০২৪-১২-২২
লক্ষ্মীপুর: জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কাঠের টুকরো দিয়ে শেফালী বেগম (৫০) ও ভাবনা আক্তার (২৪) নামে দুই ফুফাতো বোনকে বেদম পেটালেন মামাতো ভাই মো. রাশেদ আলম। এ ঘটনায় একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠে।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের সাহাদুল্লাহ্ হাজ্বী বাড়ীতে এ হামলার শিকার হয় দুই ফুফাতো বোন। রাশেদ ওই বাড়ীর মৃত মাহবুবুল ইসলামের ছেলে।
হামলার শিকার হয়ে জেলা সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিতে এসে আহত ভাবনা আক্তার জানান, তার মা ফাতেমা আক্তার ২০০৩ সালে কিছু জমি খরিদ করেন তার নানার বাড়ীতে। সেই জমি জোরপূর্বক তার মামাতো ভাই রাশেদ বিক্রি করে দেয়। ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে (আজ) রোববার দুপুরে ভাবনা ও তার খালাতো বোন শেফালী বেগম বাঁধা দিতে গেলে অভিযুক্ত রাশেদ একটি কাঠের টুকরো দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আবুল কালাম আজাদ বলেন, মারধরের শিকারের কথা উল্লেখ করে দুই নারী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। তাদের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, ফেসবুকের মাধ্যমে একটি ভিডিও দেখছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করতেছে।
Developed By Muktodhara Technology Limited.