বর্ণাঢ্য আয়োজনে
আপডেট: ২০২৪-১২-২৭
‘সব ভয় জয় করে বৈশাখী টেলিভিশনের এগিয়ে চলার ২০ বছর’-এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে পালিত হলো বৈশাখী টেলিভিশপনর প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের হল রুমে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবাষিক পালন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকারসহ আগত অতিথিবৃন্দ।
এর আগে সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গন থেকে বৈশাখী টেলিভিশনের ২০ বছরে পদার্পণ উপলক্ষ্যে র্যালী বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়।
এদিকে আলোচনা সভার শুরুতে ১৯৭১ সালে শহীদ মুক্তিযোদ্ধা ও ২০২৪ জুলাইর শহীদ ছাত্র-জনতাসহ প্রয়াত সাংবাদিকদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইলদুল ইসলাম পাবেলের সঞ্চালনায়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারী ফারুক হোসেন নুর নবী, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আ হ ম মোস্তাকুর রহমান, সিনিয়র সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন, লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, জেলা কৃষক দলের সভাপতি বদরুল আলম শ্যামল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউকেস্থ লক্ষ্মীপুর ফোরামের সভাপতি ডাঃ মনোয়ার হোসেন সুমন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুরের সমন্বয়ক আরমান হোসেন ও সাইফুল ইসলামসহ অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বৈশাখী টেলিভিশনের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মো. রাকিব হোসাইন রনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সবাকে সহ-সভাপতি মো. জাহাঙ্গির আলম, সিনিয়র সাংবাদিক তৌহিদুর রহমান রেজা, সাংবাদিক কাজল কায়েস লক্ষ্মীপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক আতাউর রহমান মনির, সদস্য সচিব আনিস কবির, নুর আহম্মদ মিলন, পলাশ সাহা, বিএম সাগর, ভোরের মালঞ্চের সম্পাদক রাজু হাসান, সাংবাদিক রেজাউল করিম সুমন, হাসান মাহমুদ শাকিল, জামাল উদ্দিন রাফী, জামাল উদ্দিন বাবলু রুবেল হোসেন, ফরহাদ হোসেন, আলমগীরসহ গণমাধ্যম, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ।
বৈশাখী টেলিভিশনের উত্তরাত্তর সম্মৃদ্ধি কামনা করে জেলা প্রশাসক বলেন রাজীব কুমার সরকার, একটি স্বাধীন সাংবাদিতাই পারে দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে। বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ প্রকাশের মাধ্যমে। সুখি, উন্নত বাংলাদেশ নির্মাণের জন্য দক্ষ সাংবাদিকতার ভূমিকা অপরিহার্য।
Developed By Muktodhara Technology Limited.