A PHP Error was encountered

Severity: Warning

Message: fopen(/var/cpanel/php/sessions/ea-php80/ci_session0fcb3b230e9b62ea22633eef395feccc9415465d): Failed to open stream: Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 174

Backtrace:

File: /home8/kanthoco/public_html/index.php
Line: 316
Function: require_once

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_start(): Failed to read session data: user (path: /var/cpanel/php/sessions/ea-php80)

Filename: Session/Session.php

Line Number: 143

Backtrace:

File: /home8/kanthoco/public_html/index.php
Line: 316
Function: require_once

নির্বাচন আর ঐক্য নিয়ে তালবাহানা প্রত্যাশা করি না : আযম খান
f

নির্বাচন আর ঐক্য নিয়ে তালবাহানা প্রত্যাশা করি না : আযম খান

 কণ্ঠ ডেস্ক:

আপডেট: ২০২৫-০১-০৩



নির্বাচন আর ঐক্য নিয়ে তালবাহানা প্রত্যাশা করি না : আযম খান

লক্ষ্মীপুরে রাজনৈতিক সফরে এসে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, নির্বাচন নিয়ে যেন কোন তালবাহানা না হয়। নির্বাচন নিয়ে কোন তালবাহানা প্রত্যাশা করি না। ঐক্য নিয়েও কোন তালবাহানা প্রত্যাশা করি না। ঐক্যের বিকল্প যাতে অন্য কিছু না হয়, কোন বিভাজন না হয়, তা নিয়ে আমরা আমাদের বক্তব্যে সবসময় সীমারেখা টেনে বক্তব্য রাখি। কারণ আমরা এ জাতিকে দেখেছি বার বার বিপদগ্রস্ত হতে। জাতিকে আর কোন ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রে বিপর্যস্ত হতে দিতে চাই না।

 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরে বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের গোডাউন রোড এলাকায় বশির ভিলা হলরুমে জেলা বিএনপির ব্যানারে এ আয়োজন করা হয়।

 

তিনি আরও বলেন, এ জাতিকে আগামি দিনে নেতৃত্ব দেবার জন্য এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য এই রাষ্ট্রকে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গঠনের জন্য এবং বিশ^ রাষ্ট্রগুলোর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবার জন্য দেশনায়ক তারেক রহমান আমাদেরকে প্রস্তুত করেছেন। তেমনি পুরো জাতিকে প্রস্তুত করবার জন্য তার সমস্ত নেতাদেরকে তার সমস্ত বিশ^স্ত হাতিয়ারকে সারাদেশে পাঠাচ্ছেন। তার নির্দেশেই সারা জাতি ও বিএনপিকে ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছি। তাই বলবো আপনারা ঐক্যবদ্ধ হোন। 

 

কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ভিপি হারুন, লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান ও লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ। 

প্রতিনিধি সভার সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু ও যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান।